রাশিয়ার পশ্চিমে মুরমানস্কের কাছে আকাশসীমা লঙ্ঘনকারী একটি ব্রিটিশ আরসি-১৩৫ মডেলের বিমানকে ধাওয়া করেছে রুশ সামরিক বাহিনী। খবর আরটি।
সোমবার (১৫ আগস্ট) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) একটি গুপ্তচর বিমান মুরমানস্কের কাছে বারেন্টস সাগরে রাশিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে।
মন্ত্রণালয় জানায়, রাশিয়ান নৌবাহিনীর নর্দার্ন ফ্লিটের প্রধান ঘাঁটির কাছাকাছি কেপ স্ব্যাতয় নসের আশপাশের এলাকা থেকে আরসি-১৩৫ গুপ্তচর বিমানটিকে তাড়া করতে ইন্টারসেপ্টর মিজি-৩১ পাঠানো হয়েছিল।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থানীয় সময় সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যায় এই ঘটনার বিষয়ে আর কোনো তথ্য দেয়নি।
এর আগে ফ্লাইটরাডার রয়্যাল এয়ার ফোর্স আরসি-১৩৫-কে মুরমানস্কের উপকূলে উড়তে দেখা যায়।
বিমানটিকে ওয়েডিংটন, লিঙ্কনশায়ারের আরএএফ ঘাঁটিতে ফিরে যেতে দেখা গেছে, যা আরএএফ ইন্টেলিজেন্স সার্ভিলেন্স টার্গেট অ্যাকুইজিশন অ্যান্ড রিকনাইসেন্স (আইএসটিএআর) কমান্ডের কেন্দ্রস্থল।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সংঘাত শুরু হওয়ার পর সোমবারের (১৫ আগস্ট) ঘটনাটি ছিল রুশ ভূখণ্ডে ন্যাটো বিমানের প্রথম অনুপ্রবেশ। অবশ্য এর আগে মস্কো অভিযোগ করেছিল, উত্তর প্রশান্ত মহাসাগরের কুরিল দ্বীপপুঞ্জের কাছে একটি মার্কিন সাবমেরিনকে রাশিয়ার জলসীমা থেকে ধাওয়া করা হয়েছিল। তবে পেন্টাগন সে সব অভিযোগ অস্বীকার করেছে।
রুশ কর্মকর্তাদের মতে, ২০২১ সালে অঙ্গরাজ্য সীমান্তের কাছে ন্যাটোর মহড়া ফ্লাইটের সংখ্যা ৩০ শতাংশের বেশি বেড়েছে।