মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

প্রধানমন্ত্রী বিরোধীদের আন্দোলনকে স্বাগত জানালেন

Reporter Name
Update : রবিবার, ১৪ আগস্ট, ২০২২, ৮:৪১ অপরাহ্ন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশে সৃষ্ট কিছু সংকটকে ইস্যু করে বিরোধীপক্ষগুলোর আন্দোলনকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধান আশ্বস্ত করেছেন, আন্দোলনকারী কাউকে গ্রেফতার করা হবে না। তবে কর্মসূচিতে মানুষের ভোগান্তি ও দেশের ক্ষতি হলে, তা সামাল দেয়ার ক্ষমতা সরকারের রয়েছে বলেও স্মরণ করিয়ে দেন তিনি।

রোববার (১৪ আগস্ট) গণভবনে আওয়ামী লীগের ৮ বিভাগের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্যে এসব কথা বলেন দলীয় প্রধান।

রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধের ভয়াবহ আর্থ-সামাজিক প্রভাব ছয় মাসেই স্পষ্ট হতে শুরু করেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। জ্বালানি তেল থেকে নিত্যপণ্য, সবখানেই দাম বাড়ার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে দেশের মানুষকেও।

এমন পরিস্থিতির জন্য ক্ষমতাসীনদের ব্যর্থতার প্রসঙ্গ টেনে রাজনীতির মাঠ গরম করার চেষ্টায় বিএনপিসহ আরও কিছু দল। এবার আন্দোলনকারীদেরই যেন অভয় দিলেন খোদ আওয়ামী লীগ প্রধান।

শেখ হাসিনা বলেন, বিরোধীদের কর্মকাণ্ডে বাধা দেয়া কিংবা আন্দোলনকারীদের গ্রেফতার না করতে নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্টদের।

তিনি বলেন, মানুষের কষ্ট যে আমরা বুঝি না, তা কিন্তু না। হ্যাঁ, আমাদের প্রতিপক্ষ একটা সুযোগ পাচ্ছে, তাই তারা আন্দোলন করবে। আন্দোলনের মধ্যে কাউকে যেন গ্রেফতার করা না হয়, সে ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর অফিস ঘেরাও দেবে, আমি বলেছি যে, হ্যাঁ আসতে দেব। আন্দোলনকারীদের যেন ডিস্টার্ব করা না হয়।

বঙ্গবন্ধুকন্যা বলেন, আমরা যে আন্তরিকতার সঙ্গে দেশের কাজ করছি, অন্তত দেশের মানুষ তো সেটা জানে। বিরোধীরা সুযোগ পেয়ে আন্দোলন করতে চাইছে করুক। কিন্তু তারা আন্দোলন করে কতটুকু সফল হবে, সেটা জানি না। তবে তারা যেভাবে করতে চাইছেন, তাতে তাদের জন্য এবং দেশের জন্য আরও ক্ষতি হবে। কিন্তু আমরা সেটা সামাল দিতে পারব বলে আমার বিশ্বাস আছে।

যুদ্ধের অজুহাতে দেশে কিছু ব্যবসায়ী পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়েছেন জানিয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দেন, জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করা হবে।

একমাত্র আওয়ামী লীগ ছাড়া কোনো দল সুষ্ঠুভাবে ক্ষমতা ছাড়েনি বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।

সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগ সব সময় গণতন্ত্রে বিশ্বাস করে, নীতিতে বিশ্বাস করে, জনগণের ক্ষমতায় বিশ্বাস করে।

শুধু বাংলাদেশ নয়, যুদ্ধের প্রভাবে পুরো বিশ্বই টালমাটাল, জানান সরকারপ্রধান। আক্ষেপের সুরে বলেন, দেশকে এগিয়ে নিতে গেলে, বহুমুখী বাধাই আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host