ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ- যশোর মহাসড়কের পাশে থেমে থাকা বালুবোঝাই ট্রাকে পিকআপের ধাক্কায় দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (৬ জুলাই) দিবাগত রাত ২টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের কালীগঞ্জ উ জেলার খয়েরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোরের চাচড়া এলাকার ওহিদুজ্জামান (৩৬) ও যশোর সদরের রায়পাড়া গ্রামের লুৎফর রহমান (৪৫) বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পিকআপে করে বগুড়া থেকে মাছের রেনু নিয়ে যশোরে যাচ্ছিলেন ওই দুই মাছ ব্যবসায়ী। রাতে ওই এলাকায় পৌঁছালে রাস্তার পাশে থেমে থাকা বালুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা মারে পিকআপটি। এতে পিকআপের ইঞ্জিন দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে দুজন মারা যান। ঘটনার পর পিকআপচালক পালিয়ে গেছেন। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ বালুবোঝাই ট্রাক ও পিকআপ ভ্যানটি জব্দ করে।
কালীগঞ্জ ফায়ার স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, পিকআপে আটকে থাকা দুটি মরদেহ উদ্ধার করি। তারা দুজনই ইঞ্জিনে চাপা পড়ে ছিলেন। ইঞ্জিন কেটে তাদের বের করে নিয়ে আসি।
কালীগঞ্জ বারোবাজার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দীন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।