মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ডিসেম্বরেই চালু হবে ৫ জি

Reporter Name
Update : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ৪:১১ অপরাহ্ন

এ বছরই দেশে সব মোবাইল অপারেটর ফাইভ-জি সেবা চালু করবে। ডিসেম্বরের মধ্যেই পঞ্চম প্রজন্মের টেলিকম সেবা চালুর প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার (২৮ জুন) রাজধানীতে এক কর্মশালায় এ কথা জানান সংস্থার চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

এ সময় নামে নয়, গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিতে জোর দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

গেল বছরের ১২ ডিসেম্বর বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের মতো পরীক্ষামূলকভাবে ফাইভ-জি সেবা চালু করে বাংলাদেশ। রাষ্ট্রীয় অপারেটর টেলিটককের মাধ্যমে জাতীয় সংসদ ভবন, সচিবালয়, ধানমণ্ডি ৩২ সহ গুরুত্বপূর্ণ ৬টি স্থাপনায় পঞ্চম প্রজন্মের এ টেলিকম সেবা চালু হয়।

এরপর দেশে ফাইভ-জি সেবার বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে জোরেশোরে মাঠে নামে সরকার। চলতি বছরের ৩১ মার্চ দ্রুতগতির ফাইভ-জি সেবার তরঙ্গ নিলাম হয়। যেখানে প্রায় ১০ হাজার কোটি টাকায় ১৯০ মেগাহার্টজ তরঙ্গ কিনে নেয় মোবাইল অপারেটররা। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার (২৮ জুন) এক অনুষ্ঠানে দেশে ফাইভ-জির বাণিজ্যিক কার্যক্রম চালুর দিনক্ষণ ঘোষণা করলেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

এছাড়া বেঁধে দেয়া সময়ে সব প্রস্তুতি ও মানসম্মত সেবা নিশ্চিতের তাগিদ দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

ফোরজিতে যেখানে গতি চার এমবিপিএস সেখানে ফাইভ-জিতে সেকেন্ডে সর্বনিম্ন গতি থাকবে প্রায় ২০ এমবিপিএস। পঞ্চম প্রজন্মের এ টেলিকম সেবায় তথ্যপ্রযুক্তি ও অটোমোবাইলসহ শিল্পক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের আশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host