সনতচক্রবর্ত্তীঃ ফরিদপুরের আলফাডাঙ্গা পুকুর থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
সোমবার(১৯ জুন)ধলেরচর গ্রামের বাসিন্দা ইউনুস শেখের বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে গিয়ে পরিত্যক্ত গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে।
পরে রাতে ইউনুস শেখের ছেলে ইব্রাহিম শেখ থানায় গ্রেনেডটি জমা দেন।
স্থানীয়রা জানায়, ধলেরচর গ্রামের বাসিন্দা ইউনুস শেখের বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে গিয়ে পরিত্যক্ত গ্রেনেড সদৃশ বস্তুটি দেখতে পান।
এটা কি বস্তু তা বুঝতে না পেরে একটি পলিথিনে মোড়ে বাড়িতে নিয়ে আসেন।কিন্তু যখন বুঝতে পারে এটি গ্রেনেড রাতে ইউনুস শেখের ছেলে ইব্রাহিম শেখ থানায় গ্রেনেডটি জমা দেন।
গ্রেনেড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান জানান, ‘থানায় এসে এক যুবক ডিউটি অফিসারের নিকট পরিত্যক্ত গ্রেনেডটি জমা দেন। পরবর্তীতে গ্রেনেডটি নিরাপদে বালিভর্তি একটি বালতিতে থানা হেফাজতে রক্ষিত রাখা হয়েছে। গ্রেনেডের বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’
তিনি আরও বলেন , খুব সম্ভবত স্বাধীনতা যুদ্ধের সময় গ্রেনেডটি পুকুরে ফেলেছিল।