মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে আচরণবিধি ভঙ্গ করায় আ’লীগ মনোনীত খালেকের প্রার্থীতা বাতিল

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২, ৯:২৮ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধি:  নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় ঝিনাইদহ পৌরসভা মেয়র প্রার্থী মো. আব্দুল খালেকের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপসচিব মো. মিজানুর রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার প্রার্থীতা বাতিল করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

প্রজ্ঞাপনে জানানো হয়, আসন্ন ঝিনাইদহ পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আব্দুল খালেক ও তার সমর্থকরা মিছিল-শোভাযাত্রা করার সময় গত ১৮ই মে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. কাইয়ুম শাহরিয়ার জাহেদীর ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙ্গচুর করে। যা গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। যেহেতু আব্দুল খালেক তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. কাইয়ুম শাহরিয়ার জাহেদীর প্রচারাভিযানে বাধা প্রদান করেছেন, সেহেতু তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা চাওয়ার পর ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে নির্বাচন আচরণ বিধিমালা মেনে চলবেন বলে অঙ্গিকার করেন।
তা সত্বেও মো. আব্দুল খালেকের সমর্থকরা ১লা জুন অপর প্রার্থী মো. কাইয়ুম শাহরিয়ার জাহেদী ও তার সমর্থকদের আক্রমণ করে আহত করেন, যা বিভিন্ন পত্রিকা ও সামাজিক মাধ্যমে ভিডিওতে প্রকাশ পেয়েছে। যেহেতু প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৫ এর বিধান লঙ্ঘন করেছেন, তাই ২০১৫ এর বিধি ৩২ অনুসারে মাননীয় নির্বাচন কমিশন ঝিনাইদহ পৌরসভার নির্বাচনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আব্দুল খালেকের প্রার্থীতা বাতিল করলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host