মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:২১ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র‌্যাব-পুলিশের মারামারি

Reporter Name
Update : বুধবার, ১৮ মে, ২০২২, ১:০৩ অপরাহ্ন

ফেনী পরশুরামে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে বাজারের ডাকবাংলা মোড়ে দুই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের (র‌্যাব ও পুলিশ) হাতাহাতি-মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে পরশুরাম উপজেলা বাজারের ডাকবাংলা মোড়ে পরশুরাম থানা পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের মধ্যে এ ঘটনা ঘটে। এসময় দুই বাহিনীর সদস্যরাই সাদা পোশাকে ছিল বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে সুবার বাজার থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার পরশুরাম বাজারের ডাকবাংলা মোড়ে পৌঁছলে পরশুরাম থানার টহলরত পুলিশের একটি টিম প্রাইভেট কারটি গতিরোধ করে। কোন কিছু বুঝে ওঠার আগেই প্রাইভেট কারের যাত্রীরা (র‌্যাব সদস্য) পুলিশ সদস্যদের মারধর শুরু করে। পরে পুলিশ সদস্যরা ওই গাড়ির যাত্রীদের (র‌্যাব সদস্য) পাল্টা মারধর করে। এসময় চার পুলিশ সদস্য গুরুতর আহত হলে স্থানীয় আব্দুল মান্নান, মো. সুমন নামে দুই ব্যক্তি তাদেরকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহতরা হলেন- পরশুরাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রেজাউল করিম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইব্রাহিম, পুলিশ কনস্টেবল মোহাম্মদ নুরুন্নবী ও মাহবুব হোসেন। আহতদের মধ্যে দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন। অপর দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় ফিরে যান।

পরশুরাম মডেল থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক (এসআই) হারুন জানান, রাতে স্বুার বাজার থেকে একটি সাদা রঙের প্রাইভেট কারকে থানা পুলিশের সদস্যরা বাজারের ডাকবাংলা মোড়ে সিগন্যাল দিলে গাড়ি থেকে নেমে র‌্যাব সদস্যরা তাদের মারধর করে। পুলিশ পরিচয় দেয়ার পরও তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে ও ফের মারধর করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল খালেক জানান, স্থানীয়রা আহত চার পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসেছে। তারা কিভাবে আহত হয়েছেন তা তিনি নিশ্চিত নয় বলেও জানান। পরশুরাম উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইয়াছিন আলাউদ্দিন ডালিম জানান,  আহতদের মধ্যে দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, কোনো মারামারির ঘটনা ঘটেনি। ভুল বোঝাবুঝি হয়েছে। র‌্যাবের সাদা গাড়িটি সহ সদস্যরা এখন থানায় আছেন। আমার উভয় পক্ষের সাথে কথা বলছি।

পরশুরামের দায়িত্বপ্রাপ্ত (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মো. মাশকুর রহমান বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনাটি নিয়ে উভয়পক্ষের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরশুরাম থানায় রাতে বৈঠক চলছে। বিষয়টি দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে তাদের মধ্যে ভুল বুঝাবুঝি থেকে কথা কাটাকাটি হয়। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। র‌্যাব-৭ সিপিসি-১ ফেনী ক্যাম্পের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করা হলে তিনি পরশুরামে কি ঘটনা ঘটেছে সে সম্পর্কে অবগত নন বলে জানান। এসময় তার পরিচয় জানতে চাওয়া হলে তিনি উর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। এদিকে র‌্যাব-৭ সিপিসি-১ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ আল জাবের ইমরান বলেন, তিনি অন্য একটি অপারেশনে ব্যস্ত আছেন। পরশুরামে কি ঘটনা ঘটেছে তা তার জানা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host