বেনাপোল ইমিগ্রেশন থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয়দানকারী আরিফুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।
রোববার (১৫ মে) সকালে ভারতে প্রবেশকালে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
আটক আরিফুল মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বয়ালিদহা গ্রামের আবু জাহিদ হোসেনের ছেলে। তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল এনএসআই অফিসের ইনচার্জ (এডি) ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন, আরিফুল ইসলাম নামে এক ব্যক্তি এনএসআই পরিচয় দিয়ে ইমিগ্রেশনের ভেতরে ঘোরাঘুরি করছিলেন। পরে ইমিগ্রেশন পুলিশের সহয়তা নিয়ে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। খোঁজখবর নিয়ে জানা যায়, তিনি মিথ্যা পরিচয় দিয়েছেন। পরে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি অ্যাডমিন কার্ড ও ভারতীয় ভিসা লাগানো একটি পাসপোর্ট পাওয়া গেছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মেদ জানান, এনএসআই পরিচয়দানকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, আটক আরিফুল ইসলামের নামে মামলা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।