রয়েল আহমেদ,শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামে সেভেন আপের বোতলে রাখা বিষ পানে হাসানুল ইসলাম (৮) নামে ৩য় শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। হাসানুল ইসলাম ঔ গ্রামের মোঃ নিপুলের ছেলে।
জানা যায়, কৃষক নিপুল মাঠের আগাছা নিধনের জন্য সেভেন আপের বোতলে বিষ এনে রাখে পরের দিন স্প্রে করার উদ্দেশ্যে। হাসানুল কোমল পানিয় ভেবে বোতলের ওষুধ খেয়ে ফেলে গত বৃহস্পতিবার (২৪মার্চ)। খাওয়ার কিছুক্ষন পর পরিবারে সবাই বুঝতে পেরে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে হাসানুলকে রেফার্ড করে দিলে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। রাজশাহী মেডিকেলে টানা চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ (২৮মার্চ) মৃত্যু বরণ করে।
হাসানুলের বড় ভাই বিল্লাল হোসেন বলেন, ঘাস পোড়ানোর জন্য ওষুধ এনে বাড়িতে রাখা হয়েছিল। হাসানুল ভুল করে খেয়ে ফেলে। আমরা অনেক চেষ্টা করেও বাঁচাতে পারলাম না।