ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রায় ৫ বছর ধরে শিকলে বন্দি জীবন কাটছে ছাদেক আলির।
বাবা মারা গেছে ৩ বছর আগে মা অন্যের বাড়িতে কাজ করে খাবার জোটান। তাই মানসিক ভারসাম্যহীন ছেলের টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে কিশামত হলদিয়া গ্রামের মৃত হাবিজার রহমানের বড় ছেলে ছাদেক আলী। জন্মের পর থেকে ছাদেক আলি প্রতিবন্ধী । পরিবারের অসচ্ছলতা ও দারিদ্রতার কারণে বাড়ির বাইরে গেলেও ছাদেক আলীকে গাছের সাথে শেকল দিয়ে বেঁধে রাখতে হচ্ছে। তার বয়স এখন প্রায় ৩০ বছর কিনতু প্রায় ৫ বছর ধরে মানসিক সমস্যা বেশি হবার কারনে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হচ্ছে বলে তার পরিবার জানায়।