বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পত্নীতলা ও মহম্মদপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ও অলোক রায়
Update : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২, ৬:২৪ অপরাহ্ন

শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পত্নীতলায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেভেটেনারী হাসপাতালের আয়োজনে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২২ এর দিনব্যাপী প্রদর্শনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“পুষ্টি মেধা, দারিদ্র বিমোচন, প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই শ্লোগানকে সামনে রেখে প্রাণী সম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের সহযোগীতায় বুধবার বেলা ১১টায় উপজেলা সদর নজিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম (পাবলিক মাঠ)এ উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রদর্শনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান।

উপজেলা নির্বাহী অফিসার ও প্রাণী সম্পদ কমিটির সভাপতি মোঃ লিটন সরকারের সভাপতিত্বে ও প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রবিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, খামারি ফিরোজ রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, পত্নীতলা থানার ওসি-২ (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলার প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা প্রকৌশলী সৈকত দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, ভেটেনারী সার্জন ডাঃ রফি ফয়সাল তালুকদার, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, ফাতিমা জিন্নাহ ঝর্না, জাতীয় মহিলা সংস্থার আমিনুল হক, ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা, খামারী, সাংবাদিকবৃন্দ, সূধীজন প্রমূখ।

উক্ত প্রদর্শনীতে ৫০টি স্টলে বিভিন্ন প্রজাতির গরু, মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, কবুতর, পাখির প্রদর্শন করেন এলাকার খামারীরা। এসময় প্রদর্শনীতে অংশ গ্রহনকারী খামারীদের ৬টি ক্যাটাগরীতে (গাভী/বাছুর, ষাঁড়/মহিষ/ ঘোড়া, ছাগল/পাঁঠা, ভেড়া, পোল্টি/ পাখি/ পেট, প্রযুক্তি/ প্রাণীজাত পন্য) ভাগ করে ১ম, ২য় ও ৩য় স্থান অধীকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক মাগুরার মহম্মদপুর উপজেলা পর্যায়ে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। এই মেলায় দেশী বিদেশী নানা প্রকার ৩৮টি প্রাণির প্রদর্শনীর স্টল দেওয়া হয়েছে।


বুধবার সকালে আমিনুর রহমান কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন মাগুরা-২ আসনের সাংসদ ড. শ্রী বীরেন শিকদার। পরে উপস্থিত অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন।
পরে দুপরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রবিউল হাসান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ হাদিউজ্জামান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফসিহ্য়ূর রহমান, আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বরকত আলী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: নাসির উদ্দিন সরকার ও জেলা যুব মহিলালীগের যুগ্ম আহবায়ক শারমিন আক্তার রুপালী প্রমূখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিকালে সেরাদের মাঝে দশ ক্যাটাগেরিতে ৩০টি পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host