বাংলাদেশ সরকারকে চীন সরকারের উপহার হিসেবে দেওয়া করোনাভাইরাস ভ্যাকসিনের পঞ্চম চালান মঙ্গলবার নিরাপদে ঢাকায় এসে পৌঁছেছে। এবারের ভ্যাকসিনগুলো চীনের সাহায্যপ্রাপ্ত সিনোভ্যাক কোম্পানি উৎপাদিত।
উল্লেখ্য, এর আগে চীন বাংলাদেশে উপহারের যে চারটি চালান (মে, জুন এবং আগস্ট মাসে) পাঠিয়েছিল সেগুলো ছিল সিনোফার্ম ভ্যাকসিন। এবারের চালানে সিনোভ্যাক লাইফ সায়েন্সেস কোম্পানি লিমিটেড উৎপাদিত ১০ লাখ ভ্যাকসিন এসেছে বলে ঢাকাস্থ চীনা দূতাবাস সূত্রে জানা গেছে।