ঠাকুরগাঁওয়ে শ্যামলী কোচের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বিশ্বজিৎ সরকার রনি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
Update :
বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১, ৩:২০ অপরাহ্ন
Share
বিশ্বজিৎ সরকার রনি ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে কোচের ধাক্কায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ৭ অক্টোবর সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের ২৯ মাইল কদমতলি নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-দিনাজপুর বীরগঞ্জ নিজপাড়া এলাকার সাহাদাত (২৫) ও সঞ্জয় (২৮) তারা দুইজনে এন্জিও কর্মী ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে আনুমানিক ১০ টা সময় মোটরসাইকেলে ঠাকুরগাঁও থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিলেন সাহাদাত ও সঞ্জয়। ২৯ মাইল কদমতলি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী শ্যামলী কোচের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই দুই মোটরসাইকেল আরোহী। বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম