বিশ্বজিৎ সরকার রনি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মোসলিমউদ্দীনের ঘড়বাড়ি। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ২১ নং ঢোলারহাট ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামে মোসলিমউদদ্দীন এর সকল ঘড়বাড়ির আসবাবপত্র সহ পুড়ে ছাই হয়ে যায় সবকিছু। রুমে থাকা প্রয়োজনীয় সকল আসবাবপত্র মোটরসাইকেল, ফ্যান,ফ্রিজ, সোফা বিছানার সকল আসবাব সহ পুড়ে ছাই হয়ে গেছে। গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ০৭ টার দিকে বৈদ্যুতিক আগুন লেগে এ ঘটনা ঘটে। বাড়ির মালিক মোসলেমউদ্দীন বলেন. আমার যা কিছু ছিল সব পুরে ছাই এখন আর আমার কিছুই রইলোনা। বর্তমানে ছোট ভাইয়ের বাসায় অবস্থান করছি। পরিশেষে তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন৷ মুঠোফোনে সদর উপজেলা নির্বাহী অফিসার এর সাথে কথা বলে জানা যায়. তিনি বিষয়টি অবগত আছেন এবং তাৎক্ষণিক ভাবে স্থানীয় প্রতিনিধির মাধ্যমে কিছু সহযোগিতা করা হয়েছে৷