বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ভারতীয় বিএসএফ সীমান্তে বাংলাদেশি ভেবে ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা 

হাফিজ সেলিম, কুড়্রিগ্রাম
Update : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১, ৮:০১ অপরাহ্ন

 কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বি.এস.এফ এবার বাংলাদেশী নাগরিক ভেবে সীমান্তে পাখির মতো গুলী ছুড়লে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। সোমবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে কুড়িগ্রাম জেলার  রৌমারী সীমান্তে এ ঘটনা ঘটে। হত্যা কান্ডের শিকার ভারতীয় ঐ নাগরিক মোহাম্মদ আলী (২০) এর বাড়ি  আসাম রাজ্যের হাটশিংঙিমারী জেলার পুড়ান দিয়াড়া থানাধীন পুড়ান ছাটকড়াইবাড়ীর মন্ডল কান্দি গ্রামে।  সে ঐ গ্রামের মোঃ জাকির হোসেনের পুত্র বলে সীমান্ত সূত্রগুলো নিশ্চিত করেছে। মোহাম্মদ আলী স্থানীয় একটি  কলেজের প্রথম বর্ষের ছাত্র।
রৌমারী সীমান্তের একাধিক সূত্র জানায়, ভারত – বাংলাদেশ সীমান্তের খেতারচর এলাকার আন্তর্জাতিক সীমানা পিলার  ১০৫৪-১০৫৫ এর অদূরে ভারতীয় কাঁটাতারের উপর দিয়ে বাঁশ দিয়ে  আড়কি টাঙ্গিয়ে ১৫ / ২০ জনের একদল  চোরাকারবারি গরু পাচার করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভারতের দ্বীবচর বি.এস.এফ ক্যাম্পের টহলরত সদস্যরা বাংলাদেশী চোরাকারবারি ভেবে তাদের লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি ছোড়ে।
এসময় ভারতীয় নাগরিক মোহাম্মদ আলীসহ  চোরাকারবারিরা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে।  ওই সময় বাংলাদেশের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে ভারতীয় নাগরিক মোহাম্মদ আলী । পরবর্তীতে  কাটাতারের গেট খুলে মরদেহ উদ্ধার করতে গিয়ে বি.এস.এফ জানতে পারে গুলিতে নিহত ব্যক্তি ভারতীয় নাগরিক। এরপর মরদেহ উদ্ধার করে বি.এস.এফ তাদের ক্যাম্পে নিয়ে যায়। পরদিন মঙ্গলবার ভারতীয় বি.এস.এফের গুলিতে এক কলেজ ছাত্র ভারতীয় নাগরিকের মৃত্যুর খবরে ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষজন।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, বাংলাদেশী ভেবে বি.এস.এফ ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে বলে সীমান্তে সবার মুখে মুখে  শোনা যাচ্ছে । তবে কি কারণে গুলির ঘটনা ঘটেছে তা আমার জানা নেই।
সীমান্তে হত্যাকান্ডের বিষয়ে জানতে চাইলে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জয়েন উদ্দিন গুলির কথা স্বীকার করে বলেন, বি.এস.এফের গুলিতে ভারতীয় এক নাগরিক নিহত হওয়ার খবর শুনেছি। তবে নিশ্চিত হয়েছি সে বাংলাদেশী নাগরিক নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host