মাদারীপুর থেকে কাওসার আলম (মিঠু)ঃ বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, রাজৈর-মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান খান এম.পি আজ দিনব্যাপী মাদারীপুর সদর ও রাজৈর উপজেলার একাধিক উন্নয়ন সভায় অংশগ্রহণ করেন। কয়েকটি উল্লেখযোগ্য উন্নয়ন কাজের উদ্ভোদন করেন। যথাক্রমে হরিদাসদী মহেন্দ্রদী গোয়াল বাথান নামক স্থানে নদী ভাঙ্গন কবলিত রাস্তা পরিদর্শন এবং তাৎক্ষনিক সময়ে জিও ব্যাগ দিয়ে রাস্তা সংস্কার করার নির্দেশ প্রদান করেন। পরে কবিরাজপুর ইউনিয়নে ৫ টি পাকা রাস্তা পুনঃ নির্মান উদ্ভোদন ঘোষনা করেন। কিশোর দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্ধিত ভবনের নব নির্মিত দ্বিতল ভবনের উদ্ভোদন শেষে কিশোর দিয়া নূরানী ও কওর্মী মাদ্রাসায় যুক্তি সমাবেশে যোগদান করেন। বিকেলে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবি রাজপুর ইউনিয়নের কিশোর দিয়া কওমী মাদ্রাসায় মিলনায়তনে এক সুধি সমাবেশ ও আলোচনা সভা সম্পন্ন হয়।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ টিপু সুলতান মাতুব্বর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহান খান এম পি। সভায় অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ প্রতিনিধি আফমফুয়াদ,বিশিষ্ট সামাজ সেবক ও রাজনিতি বিদ শাহিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য নূর জাহান পারুল,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা হাসান (পল্লবি), শ্রমিক লীগ সভাপতি শাহাবুদ্দীন শাহা, যুবলীগ আহবায়ক রেজোয়ানুল হক (রিজন)। পূর্বান্হে এম পি মাদারীপুর স্টেডিয়ামে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এ সময় মাদারীপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার মোঃ গোলাম মোস্তফা রাসেল উপস্থিত ছিলেন।