খুলনা প্রতিনিধি।। সোমবার বিকেলে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ শাহপুর শাখা গাঙচিলের কেন্দ্রীয় উপদেষ্টা সদ্য প্রয়াত আসাদ চৌধুরী স্মরণে এক সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করে। অধ্যাপক মোঃ হান্নান গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খান আখতার হোসেন। গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ শাহপুর শাখা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কবি সুমন বিপ্লব এবং কবি আসাদ চৌধুরী স্মরণে বক্তব্য রাখেন ও কবিত পাঠ করেন আলী হাসান, উজ্জ্বল মণ্ডল, রেজাউল করিম, মুনীর রেজা, খান বেলাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে আনোয়ার হোসেন আকুঞ্জি কবি আসাদ চৌধুরীর শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন।