এন এস বি ডেস্ক: আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের এমআরটি লাইন-৬ উদ্বোধনের তারিখ আবারও পিছিয়ে গেলো।মেট্রোরেলের দ্বিতীয় পর্বের উদ্বোধনের তারিখ ২৯ অক্টোবর থেকে পিছিয়ে আগামী ৪ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর শিডিউল জনিত কারণে উদ্বোধনের তারিখ পেছানো হয়েছে। এ নিয়ে একাধিকবার মেট্রোরেলের দ্বিতীয় পর্ব মতিঝিল থেকে আগারগাঁওয়ের উদ্বোধনের তারিখ পেছালো।সবশেষ গত ৯ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানিয়েছিলেন, ২০ অক্টোবর মেট্রোরেলের উদ্বোধনের সম্ভাব্য তারিখ ছিল, সেটি পিছিয়ে ২৯ অক্টোবর চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়েছে। এর আগে গত ২০ আগস্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করবেন। পরে সম্প্রতি আওয়ামী লীগের একটি রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী ২৩ অক্টোবর মেট্রোরেল উদ্বোধন করবেন। এদিকে মতিঝিল থেকে আগারগাঁও পথে মেট্রোরেল চলতে এরই মধ্যে প্রস্তুত তিনটি স্টেশন ফার্মগেট, সচিবালয় আর মতিঝিল। প্রথমে তিন ঘণ্টা, পরে পর্যায়ক্রমে বাড়বে সময়, যুক্ত হবে একেকটি করে স্টেশন। সেই লক্ষ্যে দুই পর্ব এক করে এখন চলছে সমন্বিত ট্রায়াল রান। এরপরই শুরু হবে বাণিজ্যিক যাত্রা। ফার্মগেটে কনকর্স লেভেল আর প্ল্যাটফর্ম তৈরি শেষ। এ পথে যাত্রীদের জন্য বড় সুবিধা হচ্ছে স্টেশন খামারবাড়ি রোডে হলেও কয়েকশ’ মিটার দূরে ইন্দিরা রোডে অর্থাৎ তেজগাঁও কলেজের সামনে আর ফার্মগেট বাসস্টান্ড থেকে থাকবে ওঠা-নামার ব্যবস্থা। আবার ফার্মগেট আর কারওয়ানবাজারে একটি ফ্লোর বেশি থাকায় সেখানে থাকছে বাড়তি বাণিজ্যিক কার্যক্রমের ব্যবস্থা। তবে এসব পরিষেবা পেতে কিছুটা সময় লাগবে সাধারণের। ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও থেকে ট্রেনে চড়ে মতিঝিল যাবেন। সেখানে নামফলক উন্মোচন করবেন। গত বছরের ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ঢাকায় দেশের প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন। এরপর উত্তরা-আগারগাঁও মেট্রোরেলের কার্যক্রম উদ্বোধন করা হয়। এরই মধ্যে এই অংশের সব স্টেশন চালু হয়েছে। এখন মেট্রোরেল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করছে।উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ২১.২৬ কিলোমিটারের পুরো রুটটি ৪০ মিনিটেরও কম সময়ে ভ্রমণ করে মেট্রোরেল প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী বহন করবে বলে ধারণা করা হচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ২৪ জুন এমআরটি লাইন-৬ নামে পরিচিত মেট্রোরেল প্রকল্পের নির্মাণ উদ্বোধন করেন।মেট্রোরেল প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। শুরুতে এ প্রকল্পের ব্যয় ছিল প্রায় ২১ হাজার কোটি টাকা। মূলত মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১.৬ কিলোমিটার বাড়তি অংশ নির্মাণ, প্রতিটি স্টেশনের জন্য নতুন করে জমি অধিগ্রহণসহ বিভিন্ন নতুন অনুষঙ্গ যুক্ত হওয়ায় খরচ বেড়েছে। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা।মেট্রোরেল প্রকল্প নেয়া হয় ২০১২ সালে। জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার সঙ্গে ঋণচুক্তি হয় পরের বছর। মূল কাজ শুরু হয় ২০১৭ সালে।