পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ঢাকা-ভাঙ্গা অংশের রেললাইনের কাজ চলছে দ্রুতগতিতে। এরই মধ্যে শেষ হয়েছে পদ্মা সেতুতে রেললাইন স্থাপনও। সবকিছু ঠিক থাকলে পদ্মা সেতু দিয়ে আগামী ৪ সেপ্টেম্বর যাত্রীবাহী ট্রেন চালানোর আশা প্রকৌশলীদের। সংশ্লিষ্টরা জানান, ঢাকা থেকে ভাঙ্গা অংশের কাজের অগ্রগতি প্রায় ৯০ শতাংশ। এ প্রকল্পের ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮১ কিলোমিটার অংশে কাজ চলছে রাত দিন। ঢাকা থেকে মাওয়া অংশের প্রায় ৪০ কিলোমিটারের মধ্যে ১৬.৭৭ কিলোমিটার পাথরবিহীন রেললাইনের ১৩.১১ কিলোমিটার শেষ হয়েছে। আর পাথরসহ রেললাইনের কাজও চূড়ান্ত পর্যায়ে। এ অংশের অগ্রগতি প্রায় ৮৫ শতাংশ। তাই চলছে অটো সিগনালিং সিস্টেমের কাজও। ৬.৬৮ কিলোমিটার দীর্ঘ মূল সেতুতে রেললাইন স্থাপনের কাজও পুরোপুরি শেষ।