ধ্রুবতারা মো: মতিয়ার রহমান
তারায় তারায় ভরে গেছে
দূরের আকাশ
তবুও আলো নেই আজ
তুমি নাই বলে
হে আমার ধ্রুবতারা,
জানিনা এখন তুমি কোন
দিকে উঠো?
আর কোন দিকে ডুবো!!
কোন কক্ষপথে করো
বিচরণ
অস্থি মজ্জায় আমার
তোমারি জাপন
চেয়ে চেয়ে তাই রাত্রি
যাপন,
সারা আকাশ খুঁজে পাইনে
দর্শন
নেই কোন তাড়ন তবুও
কেন এমন?
অভিসারের এই তো সময়
অগণিত তারায় খুঁজিতে
তোমায়
সারা রাত এভাবেই চলে যায়,
দু’চোখে ঝরে অশ্রুপাত
যেমন ঝরে তুষারপাত।
প্রতিদিন তোমার আগমনী
প্রতীক্ষায়
চেয়ে রই আকাশের দূর
নীলিমায়
এক নজর দেখবো বলে,
কেন তুমি করেছো
অভিমান
যত্নকরে কষ্টগুলো দাও
প্রতিদান?
যদি দেখা না হয় আজ
রাতে
তন্ন তন্ন করবো বিশ্ব
তোমারে খুঁজিতে
মেঘের ভেলায় পৃথিবী
পরিভ্রমণ করবো,
নক্ষত্রের দীপপুঞ্জ বিচরণ
করবো
এক গ্রহ থেকে অন্য গ্রহে
যাবো তোমারে দেখিতে,
হে আমার ধ্রুবতারা!!
Bluphim? Ah, a movie site. I’m always on the lookout for new flicks to watch. I’ll check it out and see if they have anything good. Thanks!bluphim