শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ধ্রুবতারা মো: মতিয়ার রহমান

মো: মতিয়ার রহমান
Update : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৪:৫৬ অপরাহ্ন

ধ্রুবতারা মো: মতিয়ার রহমান

তারায় তারায় ভরে গেছে

দূরের আকাশ

তবুও আলো নেই আজ

তুমি নাই বলে

হে আমার ধ্রুবতারা,

জানিনা এখন তুমি কোন

দিকে উঠো?

আর কোন দিকে ডুবো!!

কোন কক্ষপথে করো

বিচরণ

অস্থি মজ্জায় আমার

তোমারি জাপন

চেয়ে চেয়ে তাই রাত্রি

যাপন,

সারা আকাশ খুঁজে পাইনে

দর্শন

নেই কোন তাড়ন তবুও

কেন এমন?

অভিসারের এই তো সময়

অগণিত তারায় খুঁজিতে

তোমায়

সারা রাত এভাবেই চলে যায়,

দু’চোখে ঝরে অশ্রুপাত

যেমন ঝরে তুষারপাত।

প্রতিদিন তোমার আগমনী

প্রতীক্ষায়

চেয়ে রই আকাশের দূর

নীলিমায়

এক নজর দেখবো বলে,

কেন তুমি করেছো

অভিমান

যত্নকরে কষ্টগুলো দাও

প্রতিদান?

যদি দেখা না হয় আজ

রাতে

তন্ন তন্ন করবো বিশ্ব

তোমারে খুঁজিতে

মেঘের ভেলায় পৃথিবী

পরিভ্রমণ করবো,

নক্ষত্রের দীপপুঞ্জ বিচরণ

করবো

এক গ্রহ থেকে অন্য গ্রহে

যাবো তোমারে দেখিতে,

হে আমার ধ্রুবতারা!!


আপনার মতামত লিখুন :

One response to “ধ্রুবতারা মো: মতিয়ার রহমান”

  1. bluphim says:

    Bluphim? Ah, a movie site. I’m always on the lookout for new flicks to watch. I’ll check it out and see if they have anything good. Thanks!bluphim

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host