খুলনা প্রতিনিধি: শনিবার বিকেলে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ শাহপুর শাখায় গাঙচিলের কেন্দ্রীয় উপদেষ্টা সদ্য প্রয়াত আসাদ চৌধুরী স্মরণে এক সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করে। গাঙচিল শাহপুর শাখার সভাপতি এস এম নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি শাহপুর মধুগ্রাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ফারুক আলম।
গাঙচিল শাহপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জীর সঞ্চালনায়
সাহিত্যে আসরে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আবদুল হান্নান গোলদার, লক্ষ্মীকান্ত গাইন, কবি সুমন বিপ্লব, কাজি অর্ণব হাসান, জেসমিন আক্তার, খান রাজু, উজ্জ্বল মণ্ডল, রেজাউল করিম, মুনীর রেজা প্রমুখ।
অনুষ্ঠান শেষে আনোয়ার হোসেন আকুঞ্জি কবি আসাদ চৌধুরীর শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন।