আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে পল্টন থানায় জামায়াতের ১৬ নেতাকর্মীর নাম উল্লেখসহ ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলাটি করা হয়। উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিনের বাদী হয়ে করা মামলায় বুধবার (১৬ আগস্ট) ১৬ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন। সোমবার (১৪ আগস্ট) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হৃদ্রোগ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সাঈদী মারা যান। পরে মঙ্গলবার বাদ জোহর জামায়াত নেতাকর্মীরা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে গায়েবানা জানাযা আয়োজনের চেষ্টা করে। একপর্যায়ে তারা বায়তুল মোকাররমের উত্তর ফটকে বেরিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কাছে শোক দিবসে অংশ নিতে আসা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপরও হামলা চালায় তারা।