জি এম রহমান, বন্দর সংবাদদাতা :- নারায়ণগঞ্জের বন্দর উপজেলারব্যবসায়ী জাকির হোসেনের উপর হামলা ও তার পরিবারকে হত্যার উদ্যশে কুপিয়ে আহতের ঘটনা ঘটে আহত জাকির হোসেন বাদী হয়ে বন্দর থানায় ১২/০৮/২০২৩ইং তারিখে আবুল হাসনাতকে প্রধান আসামি করে ৯জনের বিরুদ্ধে মামলা রুজু করে। মামলার পর থেকেই সন্ত্রাসী জামায়েত নেতা আবুল আসনাত পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের জন্য পুলিশ একাধিক বার অভিযান করলেও সন্ত্রাসী আবুল পলাতক থাকেন। পূর্ব কেওডালার এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে, আবুল হাসনাত। সোমবার ১৩ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালত হাজির হলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। জানা যায়, আবুল হাসনাত একজন চিহ্নিত সন্ত্রাসী। তার নামে বন্দর, সোনারগাঁ, নারায়ণগঞ্জ সহ একাধিক থানায় বিএনপি নাশকতা ও জ্বালাও পোড়াও একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পরে ভুক্তভোগী ব্যবসায়ী জাকির হোসেন তার পরিবার আতংকে রয়েছেন সে জামিনে এসে আবারো তার উপর হামলা করতে পারে এমন দাবি করছেন।