পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী থানায় সদ্য যোগদানকৃত সহকারী পুলিশ সুপার ( মধুখালী সর্কেল) মো: মিজানুর রহমান সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন। মধুখালী থানায় সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ও দৈনিক মানবকন্ঠের মধুখালী উপজেলা প্রতিনিধি শাহজাহান হেলাল, দৈনিক আজকের পত্রিকার মধুখালী প্রতিনিধি মতিয়ার রহমান মিঞা, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের মধুখালী প্রতিনিধি মেহেদী হাসান, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার মধুখালী উপজেলা প্রতিনিধি সালেহীন সোয়াদ সাম্মী, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি মোঃ রমজান আলী, সাংবাদিক আক্কাস খান, সবুজ নিশান পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ সজিব মোল্যা, বাঙ্গালী সময়ের উপজেলা প্রতিনিধি সুজল খান, দৈনিক বর্তমান দেশ বাংলা পত্রিকার মধুখালী উপজেলা প্রতিনিধি পার্থ রায়, দৈনিক নতুনদিন পত্রিকার মধুখালী উপজেলা প্রতিনিধি হৃদয় শীল, উপজেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকগন উপস্থিত ছিলেন। সভায় সদ্য যোগদানকৃত সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পন, তাই সাংবাদিকদের সহযোগীতা চেয়ে উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে এক সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। সকল ক্ষেত্রে পুলিশের সহায়তা সার্বক্ষণিক থাকবে বলে তিনি কথা দেন । এ চৌকশ পুলিশ অফিসার ১৯৯০ সালে ২৭ মার্চ বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। এ বছরের ৩ আগস্ট তিনি ফরিদপুর জেলায় যোগদান করেন। এর আগেও তিনি মধুখালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে দীর্ঘদিন কর্মরত ছিলেন বলে জানান।