মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈরের টেকেরহাট বন্দরে ফিলিস্তিন মুসলিমদের উপর ইজরাইলী হামলা ও নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভে বিভিন্ন ধরনের পতাকা ও প্লাকার্ড নিয়ে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (১৩ অক্টোবর) শুক্রবার বিকালে থেকে সন্ধা উগদি ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট বন্দর বাসষ্ট্যান্ডে টেকেরহাটের সর্বস্তরের জনগনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিদ্যানন্দী মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মোস্তাফিজুর রহমান, ঘোষালকান্দি মসজিদের ইমাম মুফতি মাওলানা মুরাদ, মাওলানা মহিবুল্লাহ, মাওলানা সরোয়ার হোসেন, টেকেরহাট শহীদ সরদার গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক এফ আর মামুন, ওবায়দুর বাঘা, একরাম শেখ প্রমুখ।
এসময় আরোও উপস্থিত ছিলেন বিক্ষোভের সাথে একমত প্রশন করে মাদারীপুর জেলা ছাত্রলীগ কার্যকরী সদস্য সুজন হোসেন রিফাত, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজৈরের সভাপতি সাংবাদিক এস এম ফেরদৌস হোসাইনসহ প্রমূখ।
পরে উপস্থিত সকলে মিলে ফিলিস্তিনি মুসলিমদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন।