রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : বিএনপি-জামাতের ডাকা অবৈধ হরতাল বিরোধী মিছিল করেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আওয়ামী লীগ। বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে কবিরপুর তিন রাস্তার মোড় প্রদক্ষিণ করে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, উমেদপুর ইউপি চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির খান, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকু, দিগনগর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান তপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান নওরজ, সাধারণ সম্পাদক জুয়েল পারভেজ কর্নেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার বিশ্বাস, সাধারণ সম্পাদক শাওন শিকদার, বর্তমান সভাপতি মিশন ও সাধারণ সম্পাদক বাবুসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
হরতাল বিরোধী এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ জানান।