বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
কর্ণেল ফারুক খানের সাথে আসাফো নেতৃবৃন্দের মতবিনিময় ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের উপনির্বাচনে সাইদুর রহমান সজলের মনোনয়ন জমাদান প্রার্থী তলিকায় নাম নেই, তবুও চালিয়ে যাচ্ছে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর প্রচার-প্রচারণা পিরোজপুরে রাসেল হত্যায় আসামীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন পত্নীতলায় মহান মে দিবস পালিত পিরোজপুরে ৩ উপজেলায় ৩২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা মাগুরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী ফরিদপুরের মধুখালীতে প্রাণীসম্পদ প্রদর্শনী – ২০২৪ ও আলোচনা সভা খুলনার প্রবীণ সাংবাদিক গোলাম মোস্তফা সিন্দাইনী আর নেই ঝিনাইদহ ও কালীগঞ্জ দুই উপজেলায় চেয়ারম্যান পদে ১২জনের মনোনয়নপত্র জমা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মাদারীপুরের রাজৈরে আওয়ামীলীগ নেতাকে লাঞ্ছিতের প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

কাওসার আলম মিঠু, স্টাফ রিপোর্টার
Update : বুধবার, ৩ মে, ২০২৩, ৪:১৭ অপরাহ্ন

মাদারীপুর থেকে কাওসার আলম মিঠু: মাদারীপুরের রাজৈরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আব্দুস সালামকে (৫০) (জেলা আওয়ামীলীগ সভাপতি সমর্থিত) লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। লাঞ্ছিত করার পর তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি উপজেলা চত্বরের পুকুরে ফেলে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছিল মঙ্গলবার দুপুওে রাজৈর উপজেলা চত্বরে। এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে বুধবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বৌলগ্রাম ও কালীবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি । এসময় বিক্ষুদ্ধ এলাকাবাসি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাজৈর উপজেলা আওয়ামী লীগের শাজাহান খান এমপি সমর্থিত গ্রুপের যুগ্ম আহবায়ক ফরিদা হাসান পল্লবী ও তার ছেলেদের বিচারের দাবিতে শ্লোগান দিয়ে রাজৈর মুখি হওয়ার চেষ্টা করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । সড়ক অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয় ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, পূর্ব শত্রুতা ও রাজনৈতিক রেশারেশির জের ধরে মঙ্গলবার দুপুর ১টার দিকে খন্দকার আব্দুস সালাম তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে উপজেলা চত্তরে যান। এ সময় শাজাহান খান এমপি সমর্থতি উপজেলা ছাত্রলীগের সভাপতি ও আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফরিদা হাসান পল্লবীর ছেলে হাসিবুল হাসান পিয়াল তাঁর মোটরসাইকেলটির গতিরোধ করেন এবং সাথে থাকা ছাত্রলীগের কর্মীদের নিয়ে খন্দকার আব্দুস সালামকে লাঞ্ছিত করেন। পরে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও পুকুরে ফেলে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে যুবলীগের যুগ্ম আহবায়ক ইমরুল হাসান খালিদ ও স্থানীয় লোকজন আহত আওয়ামী লীগ নেতা খন্দকার আব্দুস সালামকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আওয়ামী লীগের নেতাকর্মীরা জানায়, ২০২২ সালের ‘১৫ আগস্ট’ উপলক্ষে গত ৩১ আগস্ট খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভায় বক্তব্য দেন রাজৈরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আব্দুস সালাম। এ সময় আব্দুস সালাম রাজৈর উপজেলা আওয়ামী লীগের শাজাহান খান এমপি সমর্থতি গ্রুপের যুগ্ম আহবায়ক ফরিদা হাসান পল্লবীকে সমালোচনা করে কুরুচিপূর্ন বক্তব্য দেন। এতে ক্ষুদ্ধ হয়ে ২৯ সেপ্টেম্বর ফরিদা হাসান পল্লবী বাদী হয়ে খন্দকার আব্দুস সালামসহ উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে মামলা দেন। এরই জের ধরে মঙ্গলবার উপজেলা চত্বরে এ ঘটনা ঘটেছে।
আওয়ামী লীগ নেতা খন্দকার আব্দুস সালাম বলেন, একটি জমির দলিল করার জন্য আমি মোটরসাইকেল নিয়ে উপজেলা চত্বরে যাই। এ সময় পিয়াল তার অনুসারী কর্মীদের নিয়ে আমাকে লাঞ্ছিত করে। আমার ব্যবহৃত মোটরসাইকেলটিও পুকুরে ফেলে দেয়। আমার পকেটে দলিল খরচের জন্য দুই লাখ টাকা, একটি সোনার চেইন, হাতঘড়ি, মোবাইল ফোন ছিল। এসব তারা নিয়ে গেছে। আমি এ ঘটনার বিচার চাই।’
অভিযোগের বিষয় জানতে চাইলে রাজৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান ওরফে পিয়াল মুঠোফোনে বলেন, ‘তিনি (খন্দকার আব্দু স সালাম) সিনিয়র মানুষ, তাকে কেন লাঞ্ছিত করবো? আমি রাজনীতি করি, তাই আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এসব অভিযোগ করা হয়েছে।
এ সম্পর্কে জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা বলেন, অভিযুক্ত এই ছেলেটি ছাত্রলীগের কেউ না। সে স্থানীয় সংসদ সদস্য শাজাহান খানের আশ্রয়ে থেকে ছাত্রলীগের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করছে। আমরা আইনি ভাবে এই ঘটনার বিচার দাবি করছি। একই সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ বলেন, জেলা আওয়ামীলীগ সভাপতি সমর্থিত উপজেলা আওয়ামীলীগের সাগঠনিক সম্পাদক খন্দকার আব্দুস সালামের লাঞ্ছিত হওয়ার খবর পেয়েছি। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিল সালামের অনুসারীরা। আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এ ব্যাপারে অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host