বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
কর্ণেল ফারুক খানের সাথে আসাফো নেতৃবৃন্দের মতবিনিময় ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের উপনির্বাচনে সাইদুর রহমান সজলের মনোনয়ন জমাদান প্রার্থী তলিকায় নাম নেই, তবুও চালিয়ে যাচ্ছে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর প্রচার-প্রচারণা পিরোজপুরে রাসেল হত্যায় আসামীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন পত্নীতলায় মহান মে দিবস পালিত পিরোজপুরে ৩ উপজেলায় ৩২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা মাগুরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী ফরিদপুরের মধুখালীতে প্রাণীসম্পদ প্রদর্শনী – ২০২৪ ও আলোচনা সভা খুলনার প্রবীণ সাংবাদিক গোলাম মোস্তফা সিন্দাইনী আর নেই ঝিনাইদহ ও কালীগঞ্জ দুই উপজেলায় চেয়ারম্যান পদে ১২জনের মনোনয়নপত্র জমা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বিএনপি বিদেশে ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত 

Reporter Name
Update : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ৫:২৭ অপরাহ্ন

নিউজ ডেস্ক: বিএনপি একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তেমনি বিদেশেও দেশের ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগদানের জন্য নিউইয়র্কে আগমনের প্রাক্কালে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বিএনপির এ ষড়যন্ত্রমূলক দুরভিসন্ধির তীব্র নিন্দা জানান।
করোনার মহামারির কারণে গত ১৯ মাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফর করেননি। তবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে জাতীয় স্বার্থ বিবেচনা করে তিনি যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অধিবেশনে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আলাপ-আলোচনার সুযোগ রয়েছে।
আর সে কারণেই প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত না হয়ে সরাসরি যোগ দিচ্ছেন।
তিনি আরও বলেন, জাতিসংঘ সভার গুরুত্ব অনুধাবন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান বিশ্ব পরিস্থিতিতে করোনা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে জাতিসংঘের বৃহৎ ফোরামে বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলার সুযোগ হাতছাড়া করতে চাননি।

ওবায়দুল কাদের দুঃখ প্রকাশ করে বলেন, আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করছি- প্রধানমন্ত্রীর এ গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে তিনি পৌঁছার আগেই বিক্ষোভ প্রতিবাদ শুরু করছে বিএনপির নেতাকর্মীরা।
অপরাজনীতির কারণে বিএনপি জনগণের আস্থা হারিয়ে ফেলেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন ঘরোয়া সিরিজ বৈঠক করছে, এই বৈঠক হচ্ছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করা।
ক্ষমতায় থাকাকালে নিষ্ঠুরতা আর রাজনৈতিক নিপীড়নের যে নজির স্থাপন করেছে বিএনপি, সে রেকর্ড কেউ ভাঙতে পারবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার গায়েবি মামলায় বিশ্বাসী নয়, কেউ অপরাধ করলে তাকে অপরাধী হিসেবেই দেখে।
বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের চলমান স্থিতিশীলতা বিনষ্টের যতই চেষ্টা করুক, কখনোই সফল হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বিএনপি আবারও বিঘ্ন সৃষ্টি করতে নতুন নতুন কৌশলে ষড়যন্ত্র শুরু করেছে।
জনগণ জেগে ওঠার আগেই হঠকারী রাজনীতির জন্য বিএনপির কর্মী সমর্থকরা সুযোগসন্ধানী ও মতলববাজ বিএনপির নেতাদের বিরুদ্ধে জেগে উঠেছে, এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, জনগণকে ধোঁকা দেওয়া অনেক আগেই স্পষ্ট হয়েছে, আর এখন স্পষ্ট হতে চলছে নিজ দলের কর্মী সমর্থকদের ধোঁকা দেওয়ার চাতুর্য।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সাজ সাজ রব বিরাজ করছে।
দেশটিতে দলটির কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে সাত বছর আগে। তাই নেতাকর্মীরা নতুন নেতৃত্ব চান। তাদের আশা, দলীয়প্রধান এবার যুক্তরাষ্ট্রে এসে আওয়ামী লীগের নতুন কমিটি দেবেন। এ জন্য বিভিন্ন পদ পেতে মরিয়া অনেকে। তাদের শোডাউনে এখন মুখর নিউইয়র্কের বাঙালি পাড়া। জাতিসংঘের সাধারণ পরিষদে এসে ২০১১ সালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি দিয়েছিলেন দলীয়প্রধান শেখ হাসিনা। এরই মধ্যে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে সেই কমিটি।
গুঞ্জন উঠেছে, শেখ হাসিনা এবার ফের নতুন কমিটি দেবেন। আর এ খবরে সভাপতি, সেক্রেটারি পদে লড়াই বেশ জমে উঠেছে। সভাপতি হিসেবে ফ্লোরিডার ফজলুর রহমান, নিউইয়র্কের মাসুদুল হাসান, প্রদীপ করের নাম শোনা যাচ্ছে বেশ জোরেশোরে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ উপদেষ্টা ড. প্রদীপ কর, যারা দায়িত্বে আছে তারা এই দায়িত্ব পালন করছে না। তারা কখনোই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি হোক তা চায়নি।
 
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, অমুক প্রেসিডেন্ট হচ্ছেন, অমুক সেক্রেটারি হচ্ছেন, এসব বিষয়ে আমার কোনো ধারণা নেই।
সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী বলেন, নতুন নেতৃত্ব ও মেধাবী নেতৃত্বকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আশা করছি, তাদের সমন্বয়ে নতুন কমিটি দেওয়া হবে।
বর্তমান কমিটির মেয়াদ ছিল তিন বছর। সাত বছর আগেই তা পেরিয়ে গেছে। ২০১৫ সালে এই কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানকে বহিষ্কার করা হয় দল থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host