বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
Ощути всплеск адреналина и выигрывай крупно Plinko game на деньги скачать – играй с RTP 99% и множит শাহবাগ ব্লকেড উঠিয়ে নিলেন শিক্ষকরা, নতুন কর্মসূচি উপকূলের লোনা জলে হার না-মানা নারী: বাঘবিধবা থেকে স্বাবলম্বী রোল মডেল পত্নীতলায় কারিতাসের স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা দিবস পালিত মেট্রোরেলের নতুন সূচি ঝিনাইদহে বেসরকারি শিক্ষকদের কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা বিরল ঐক্য এশিয়ায় ট্রাম্পের আফগান ঘাঁটি দখলচেষ্টার বিরুদ্ধে পাকিস্তান-আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, কর্নেল-মেজরসহ ১১ পাকিস্তানি সেনা নিহত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নিয়ন্ত্রণ পুরোপুরি রাশিয়ার হাতে: পুতিন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পাবনায় কবি ও গীতিকার আলমগীর কবীর হৃদয় কে নাগরিক সংবর্ধনা প্রদান

পাবনা সংবাদদাতা
Update : শুক্রবার, ৯ জুন, ২০২৩, ৮:৪০ পূর্বাহ্ন

পাবনা সংবাদদাতা:  পাবনার তরুন কবি,গল্পকার, গীতিকার ও প্রাবন্ধিক আলমগীর কবীর হৃদয়। সম্পতি ভারত থেকে সাহিত্যে বিশেষ অবদানের জন্য ভারতের মহাবঙ্গ সাহিত্য পরিষদ আয়োজিত ভারতের জাতীয় শিক্ষক দিবসের অনুষ্ঠানে রবীন্দ্র সদনের অবনীন্দ্র সভাঘরে “মাদার তেরেসা স্বর্ণ পদক” প্রদান করা হয়। উক্ত সন্মাননা প্রাপ্তি তে নাগরিক সংবর্ধনা উদযাপন পরিষদ কমিটির উদ্যেগে উত্তরণ সাহিত্য আসর আয়োজন করে আলমগীর কবীর হৃদয়ের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান। উক্ত আয়োজন পাবনা প্রেসক্লাব ভি আই পি অডিটোরিয়াম এ ১৩ অক্টোবর বিকেল ৫ টায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ রেজাউল রহিম লাল, চেয়ারম্যান জেলা পরিষদ পাবনা। সম্মানিত আলোচক ছিলেন- শিবজিত নাগ, সভাপতি পাবনা প্রেসক্লাব। মানোয়ার হোসেন জাহেদী, অধ্যাপক (অবঃ), আখতারুজ্জামান আখতার, সিনিয়র সহ সভাপতি পাবনা প্রেসক্লাব। ড. মোঃ হাবিবুল্লাহ, এসোসিয়েট প্রফেসর পাবিপ্রবি। সাইদ হাসান দারা, উপন্যাসিক কবি ওগবেষক। সভাপতিত্ব করেন সৈয়দা জহুরা ইরা, সিনিয়র সহ সভাপতি উত্তরণ সাহিত্য আসর,পাবনা। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও কবি’র জীবনীর উপর নিবন্ধ পাঠ করেন উত্তরণ সাহিত্য আসরের সাধারন সম্পাদক পলাশ আব্দুল্লাহ, সদস্য সচিব নাগরিক উদযাপন কমিটি। উপস্হাপনা করেন আবৃত্তিকার আসাদ বাবু, আহবায়ক নাগরিক সংবর্ধনা কমিটি। শুভেচ্ছা বক্তব্য দেন শিশির ইসলাম, সাধারন সম্পাদক পাঠশালা। মোস্তাফিজুর ইসলাম রাসেল, সাধারন সম্পাদক পাবনা ড্রামা সার্কেল। ভাষ্কর চৌধুরী, পরিচালক ইছামতি থিয়েটার। ইদ্ররিস আলী, সম্পাদক ফোল্ডার। কবি এম আব্দুল হালিম বাচ্চু,গনমন্চ্ সদস্য। জুয়েল ঘোষ, সাধারন সম্পাদক বাচনশৈলী।

উপস্হিথ ছিলেন কাজী মাহবুব মোর্শেদ বাবলা, নির্বাহী সম্পাদক দৈনিক বিবৃতি ও অম্লান দত্ত অভি পরিচালক, বাচনশৈলী।কবি’র বন্ধু নজরুল কবীর, মোঃ মিলন হোসেন, মোবারক হোসেন ফুলেল শুভেচ্ছা জানান। কবি’র প্রকাশিত ছয়টি কবিতার বই থেকে কবিতা পাঠ করেন আফিয়া ফারজানা, আন্তর্জাতিক সম্পাদক উত্তরণ, সুমনা ঘোষ, সাহিত্য সম্পাদক উত্তরণ। শারমিন আক্তার, মহিলা সম্পাদক। নাবিল রেজা, প্রচার সম্পাদক। রুদ্র বিশ্বাস, সহ-সাধারন সম্পাদক। রাফিদ ইসমাম রাফিদ, সহ-সাংগঠনিক সম্পাদক। মততাজ রোজ কলি, নির্বাহী সদস্য, শ্রাবন্তী মায়া, সংস্কৃতি সম্পাদক উত্তরণ, সাইমন ইসলাম সদস্য উত্তরণ। ফাহাদ আলম, সদস্য উত্তরণ, রনি বিশ্বাস, সদস্য উত্তরণ প্রমুখ। অনুষ্ঠানে কবি পত্নী বৃষ্টি কবীর, কবি পুত্র খাইরুম আলম উৎস, আল-আমিন কবীর দীপ্ত ও কবি’র জননী আলহাজ্ব মোছাঃ হামিদা বেগম, কবি’র ছোট ভাই ইমরান হক মালিথা সহ অডিটোরিয়াম পূর্ন ছিল কানায় কানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host