বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

নওগাঁ-২ আসনে নৌকার শহীদুজ্জামান সরকার জয়ী

শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
Update : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ৯:৩৫ পূর্বাহ্ন

শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৪৭, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শহীদুজ্জামান সরকার (নৌকা প্রতীক) বেসরকারি ভাবে জয়ী হয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এইচ এম আখতারুল আলম (ট্রাক প্রতীক)।
সোমবার ভোট গণনা শেষে বেসরকারি ঘোষিত ফলাফল থেকে জানা যায়, এতে ৪৭, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শহীদুজ্জামান সরকার নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লক্ষ ১৮ হাজার ৯৪০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এইচ এম আখতারুল আলম ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪ হাজার ৩৬৩ ভোট এবং গড়ে প্রায় ৫৭ শতাংশ ভোট পড়েছে বলে রিটার্নিং র্কমর্কতা জানিয়েছেন।
উল্লেখ্য পত্নীতলা ও ধামইরহাট উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসনের পত্নীতলা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ১১৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৯৯ হাজার ২৭১ এবং নারী ভোটার ৯৯ হাজার ৮৪৬ জন এবং ধামইরহাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ১৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৩ শত ১ জন, মহিলা ৭৮ হাজার ৭ শত ১৪ জন। মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ১৩২ জন। মোট ভোটকেন্দ্র ছিলো ১২৪টি এবং এ আসনে নির্বাচনে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক মারা গেলে নওগাঁ-২ আসনের ভোট স্থগিত হয়। গত ৮ জানুয়ারি পুনরায় এ আসনের তফসিল ঘোষণার পর আজ ১২ই ফেব্রুয়ারি সোমবার নির্বাচন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host