কবিতার বাড়ি (১)
মহীতোষ গায়েন
শাখা প্রশাখায় যদি পাতা ঝরে যায় ,বাঁচবে কীভাবে?
ঈশ্বর শক্তি দিয়েছেন,তাকে কাজে লাগিয়ে,
এসো সেই শক্তি দিয়ে ডালে ডালে পাতা ভরিয়ে দিই,নবজাতকের কাছে রেখে যাই সে স্মারক ।
এক বিপন্ন অস্থিরতা থেকে মানুষকে মুক্ত করে বানাই কবিতার বাড়ি, যেখানে থাকবে শান্তি, মৈত্রী,
সূর্যের আলো এসে অন্ধকার মুছে দিয়ে সব গ্লানি মুক্ত করবে ,চাঁদের আলো এসে পড়বে বিছানায়।
কবিতার বাড়ি বানিয়েছি,পাখিরা আসে,গান করে
সেই গানে হিংসা মুক্ত মদিরা,সুরে সুরে ভাসে চরাচরে,
কবিতার বাড়িতে বাঁচার রসদ আছে,বিপন্ন মানুষের
জন্য বিভেদ ভুলে এসো রুটি ও শান্তির শপথ নিই।