ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আইনশৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী (সমি)। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। এছাড়াও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ, পৌর মেয়র ফারুক হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সংসদ সদস্যে’র একান্ত সচিব আওয়ামী লীগ নেতা রওশন আলীসহ উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয়, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার দপ্তর প্রধানগণ, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার, ইমাম সমিতির সভাপতি ও সাংবাদিক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।