মাদারীপুর থেকে কাওসার আলম মিঠু ঃ আজ বেলা ১২টায় কলেজ অধ্যক্ষের কক্ষে হিসাব বিঞ্বান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক বাবু যুধিষ্ঠির চন্দ সরকার এর বিদায় উপলক্ষে স্মৃতি চারন অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত সভায় সভাপতি ত্ব করেন কলেজের অধ্যক্ষ বাবু মৃনাল গাইন।
স্মৃতি চারন অনুষ্ঠান এ কলেজের সকল শিক্ষক ভারাক্রান্ত মনে প্রতিক্রিয়াজানিয়েছেন। এদের মধ্যে কলেজ গভর্নিং বডি র সদস্য শিক্ষকপ্রতিনিধি প্রফেসর কাওসার আলম মিঠু, ষ্ঠাফ কাউন্সিল এর সেক্রেটারি সহযোগী অধ্যাপক ও কবি সুশান্ত দত্ত, সহকারীঅধ্যাপক মোঃ আমিনুর রহমান,,বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগি অধ্যাপক বাবু বিবেকানন্দ বৈদ্য,,রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক বাবু বিনয় জোয়ার্দার, জীববিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক জাহিদ হাসান, সমাজবিজ্ঞান অনুষদে র সহকারী অধ্যাপক লিলিরানি বিশ্বাস, রাষ্ট্র বিঞান বিভাগের প্রভাষক ঝর্না রানি মন্ডল সহ আরো অনেকে।