মাদারীপুর থেকে কাওসার আলম (মিঠু)ঃ বাংলাদেশ আওয়ামীলীগ রাজৈর উপজেলা শাখার আয়োজনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন সাহা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহিন চৌধুরী, এমপির স্থানিয় প্রতিনিধি আ. ফ. ম. মোঃ ফুয়াদ, ছাত্রলীগ সভাপতি হাসিবুল হাসান পিয়াল, যুবলীগ আহবায়ক রেজওয়ানুল হক রিদন, মৎস্যজীবিলীগ জেলার সভাপতি শাহাআলম মিয়া, আওয়ামী সাংস্কৃতিক ফোরামের মাদারীপুর জেলা শাখার সভাপতি প্রফেসর কাওসার আলম মিঠু, চেয়ারম্যান ফোরামের সভাপতি শাজাহান মোল্যা, মেম্বার এসোঃ এর নেতা আব্দুল মান্নান প্রমুখ। উক্ত সভায় মাদারীপুর জেলা পরিষদ সদস্য প্রার্থী দৈনিক টেকেরহাট পত্রিকার প্রকাশক ও সম্মাদক আলহাজ¦ নাজমুল হোসেন বাসু ও তার নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের পতাকাতলে প্রেসিডিয়াম মেম্বার এম.পি শাজাহান খানকে নৌকা সম্বলিত ফুলের তোরা দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। এমপি শাজাহান খান উক্ত সভায় উপস্থিত চেয়ারম্যান ও মেম্বারগনের কাছে আলহাজ¦ নাজমুল হোসেন বাসুকে ভোটদিয়ে জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত করার উদাত্ত আহবান জানান।
বদরপাশা ইউপি আ’লীগের ত্রি বার্ষিক সম্মেলনে শাজাহান খান এমপি।
মাদারীপুর থেকে কাওসার আলম (মিঠু)ঃ আজ বিকেল ৫.০০টায় জেলার রাজৈর উপজেরার সরকারী কলেজ মাঠে আয়োজিত বদরপাশা ইউপি আ’লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লালমিয়া আকন। সভায় প্রধান অতিথি হিসেবে জাতিয় পতাকা উত্তোলন ও বক্তব্য রাখেন রাজৈর মাদারীপুর ২ আসনের এমপি বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। স্থানিয় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্বাস মুন্সির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহিন চৌধুরী, কৃষকলীগ কেন্দ্রিয় নেতা শাকিলুর রহমান সোহাগ, এমপির স্থানিয় প্রতিনিধি আ. ফ. ম. মোঃ ফুয়াদ, রাজৈর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক জনাব শাহাবুদ্দিন শাহা।