এনএসবি ডেস্ক: বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর মগবাজারে গাড়িতে আগুন দেয়ার সময় দুই বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। সময় তাদের কাছ থেকে বোতলভর্তি পেট্রোল, গ্যাস লাইটার ও পুরানো কাপড় পাওয়া যায়। পুলিশ বলছে, আগুন লাগানোর এসব উপকরণ নিয়ে তারা নাশকতার উদ্দেশ্যে সড়কে বের হয়েছিল। তখন তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে মগবাজার থেকে বিএনপির ওই দুই নেতাকে আটক করে পুলিশ। যদিও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।