এন.এস.বি ডেস্ক: কাল প্রধানমন্ত্রী ঢাকা-ভাঙ্গা রেলপথ উদ্বোধন করবেন । দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত রেলপথে ট্রেন চলাচল উদ্বোধন হতে যাচ্ছে। আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ রুটে ট্রেন চলাচল উদ্বোধন করবেন। রেলপথের উদ্বোধন শেষে ভাঙ্গা উপজেলা সদরের ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জনসভাস্থল পরিদর্শনে আসেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ সময় তিনি প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।এর আগে ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেল জংশন এলাকা পরিদর্শন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তার সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহানসহ প্রশাসনের কর্মকর্তারা। নূরুল ইসলাম সুজন বলেন, আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল উদ্বোধন করবেন। এর পর ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেল জংশন এলাকায় প্রেস ব্রিফিং করবেন। এদিন ট্রেনে চড়ে প্রধানমন্ত্রী পদ্মা সেতু পাড়ি দেবেন। এর পর ঢাকার কমলাপুর স্টেশন থেকে ভাঙ্গা রেলস্টেশন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হবে।