সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
মামুনুল হক কারাগার থেকে মুক্তি পেলেন ঝিনাইদহে জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ রাশেদ আল মামুনকে হত্যার হুমকি কর্ণেল ফারুক খানের সাথে আসাফো নেতৃবৃন্দের মতবিনিময় ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের উপনির্বাচনে সাইদুর রহমান সজলের মনোনয়ন জমাদান প্রার্থী তলিকায় নাম নেই, তবুও চালিয়ে যাচ্ছে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর প্রচার-প্রচারণা পিরোজপুরে রাসেল হত্যায় আসামীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন পত্নীতলায় মহান মে দিবস পালিত পিরোজপুরে ৩ উপজেলায় ৩২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা মাগুরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী ফরিদপুরের মধুখালীতে প্রাণীসম্পদ প্রদর্শনী – ২০২৪ ও আলোচনা সভা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বাগেরহাটে পিকাপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-৭

পি কে অলোক
Update : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১, ৭:০০ অপরাহ্ন

পি কে অলোক,ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাটে পিকাপ ও ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষে ইজিবাইকে থাকা ৬জন যাত্রী ঘটনা স্থলেই মূত্যু এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১জন সহ মোট ৭জন নিহত হয়েছেন। মার্মান্তিক এ র্দুঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল আনুমানিক পোনে ৭টায় ঢাকা-মাওয়া মহাসড়কের ফকিরহাটের পিলজংগ-বৈলতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে। পুলিশ ঘাতক পিকাপ ও তার চালক ওসমান গণী-কে আটক করতে সক্ষম হয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট মডেল থানায় ১টি মামলা দায়ের হয়েছে।
ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, উক্ত দিন সকালে ফকিরহাট হতে একটি পিকাপ (ঢাকা-ন-২০-০০৮০) কাটাখালী অভিমুখে যাওয়ার সময় কাটাখালী হতে ফকিরহাট গামী একটি যাত্রীবাহী ইজিবাইক ৬জন যাত্রী নিয়ে যাচ্ছিল। এসময় পিলজংগ-বৈলতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসলে পিকাপ চালক নিয়ন্ত্রন হারিয়ে ইজিবাইটিকে চাপা দেয়। ফলে ইজিবাইকের মধ্যে থাকা ৬জন যাত্রী ঘটনা স্থলেই মূত্যু বরণ করেন। এ সময় গুরুত্বর আহত ১জন-কে খুমেকে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও বিকালে মারা যান। নিহতরা হলেন,ফকিরহাটের নলধা-মৌভোগ এলাকার দিপক রাহার পুত্র উৎপল রাহা (৪১), একই এলাকার জগদিশ দত্তের পুত্র নয়ন দত্ত (২৫), বাগেরহাট সদর উপজেলার দক্ষিন খানপুর গ্রামের মুন্তাজ আলীর পুত্র নজরুল ইসলাম (৫০), টাউন নওয়াপাড়া এলাকার মৃতঃ কালি চরন দে এর পুত্র গৌর কুমার দে (৫০), রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের চাকশ্রী গ্রামের মৃতঃ ওহিদ শেখ এর পুত্র আব্দুল হাই (৫৫) একই উপজেলার ব্রী-চাকশ্রী এলাকার মৃতঃ দবির উদ্দিনের পুত্র ইজিবাইক চালক রেজাউল করিম (৫০) ও একই এলাকার আলী আকবার এর পুত্র দিন মজুর নুর মোহম্মদ শেখ (৬০)। পুলিশ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে ফকিরহাট সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসারা তাদের মৃতঃ বলে ঘোষনা করেন। দুর্ঘটনার ঘটনার খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, মডেল থানা পুলিশের ওসি আবু সাইদ মোহম্মদ খারুল আনাম ও কাটাখালী হাইওয়ে থানার ওসি মোঃ আলী হোসেন সহ বিভিন্ন কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করেন। এ মর্মান্তিক র্দুঘটনায় নিহতের বাড়ী ও এলাকায় চলছে শোকের মাতম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host