শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
মামুনুল হক কারাগার থেকে মুক্তি পেলেন ঝিনাইদহে জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ রাশেদ আল মামুনকে হত্যার হুমকি কর্ণেল ফারুক খানের সাথে আসাফো নেতৃবৃন্দের মতবিনিময় ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের উপনির্বাচনে সাইদুর রহমান সজলের মনোনয়ন জমাদান প্রার্থী তলিকায় নাম নেই, তবুও চালিয়ে যাচ্ছে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর প্রচার-প্রচারণা পিরোজপুরে রাসেল হত্যায় আসামীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন পত্নীতলায় মহান মে দিবস পালিত পিরোজপুরে ৩ উপজেলায় ৩২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা মাগুরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী ফরিদপুরের মধুখালীতে প্রাণীসম্পদ প্রদর্শনী – ২০২৪ ও আলোচনা সভা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে সেনা সদস্য হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৫০ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে সেনা সদস্য সাইফুল ইসলাম হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মতিয়ার রহমান ফনে কে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে র‌্যাব-৩ তাকে গ্রেপ্তার করে। মতিয়ার রহমান ফনে ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের ইয়াকুব্বার মন্ডলের ছেলে। খবরটি নিশ্চত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা। ২০১৮ সালের ১৮আগস্ট এই হত্যাকান্ডটি সংগঠিত হয়।
ফাঁসির আদেশের পর থেকে মতিয়ার রহমান ফনে পরিচয় গোপন করে ঢাকার বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রীর কাজ করতো। পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা পশ্চিমপাড়ার হাফিজ উদ্দীন হাবুর বড় ছেলে সাইফুল ইসলাম সাইফ বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স করপোরাল পদে টাঈাইল জেলার ঘাটাইলে আর্মি মেডিক্যাল ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। ২০১৮ সালের ১৭ আগস্ট তিনি ঈদের ছুটতে বাড়িতে আসেন। পরদিন ১৮ আগষ্ট রাতে শ্বশুর সামসুল মোল্লাকে আনতে বদরগঞ্জ বাজারে যান এবং ফেরার পথে হাওনঘাটা নামক স্থানে ডাকাতদলের কবলে পড়েন। এ সময় তার সঙ্গে ছোট ভাই নৌ বাহিনীর সদস্য মনিরুল ইসলাম ছিলেন। ডাকাতদল রাস্তায় গাছ ফেলে তাদের গতিরোধ করে। এ সময় হফিজুর রহমান হাবুর বড় ছেলে সাইফ মোটরসাইকেল থেকে নেমে ডাকাতদলকে প্রতিরোধ করার চেষ্টা করেন। এ সময় দুষ্কৃতকারীদের একজন তাকে দা দিয়ে কোপ দিলে গলায় গভীর ক্ষতের সৃষ্টি হয়। সাইফকে ঝিনাইদহ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরেরদিন সাইফের পিতা বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হলে পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রথমে বংকিরা গ্রামের ফারুক হোসেন ফারুনের ছেলে আকিমুলকে আটক করে। পুলিশী জিজ্ঞাসাবাদে আকিমুল হত্যা মিশনে কারা অংশ নেয় তাদের নাম প্রকাশ করে আদালতে জবানবন্দি প্রদান করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আটজনের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হয়ে তাদের সবাইকে গ্রেপ্তার করে। তবে প্রথম থেকে পলাতক ছিলেন মতিয়ার রহমান ফনে। ঝিনাইদহ থানার পুলিশ পরিদর্শক মো মহসীন হোসেন ২০১৯ সালের ৩০ জুন আদালতে আটজনের নাম উল্লেখ করে অভিযোগপত্র দাখিল করেন। ২০২১ সালের ১৫ ডিসেম্বর এই মামলার রায় ঘোষণা করেন খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ নজরুল ইসলাম হাওলাদার। রায়ে সাইফুল হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলার ৮ আসামীকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করার আদেশ হয়। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আকীমুল ইসলাম, মিজানুর রহমান, ফারুক হোসেন, মতিয়ার রহমান ওরফে ফনে, কাশেম, আব্বাস, ডালিম ও মোক্তার। এদের মধ্যে ডালিম ও মোক্তার পালিয়ে পলাতক রয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, পুলিশের দেয়া তথ্যমতে র‌্যাব-৩ ঝিলপাড়া ক্যাম্প মতিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে তাকে ঝিনাইদহে আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host