সুজন হোসেন রিফাত ,মাদারীপুর প্রতিনিধি: ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরের আমগ্রাম ব্রীজে বাসের চাপায় মোটরসাইকল আরোহী ফিলিং স্টেশন কর্মী স্বপন শেখ (২৫) নিহত হয়েছেন।
নিহত স্বপন শেখ মাদারীপুরের রাজৈর উপজেলার গঙ্গাবর্দী গ্রামের সোনামিয়া শেখ এর ছেলে।
ঘটনাটি ঘটেছে ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত সারে নয়টায় উপজেলার আমগ্রাম ব্রীজ নামক স্থানে।
মোস্তাফাপুর হাইওয়ে পুলিশ ফাড়ি জানায়, বরিশাল থেকে ছেরে আসা সাকুরা পরিবহনের একটি বাস রাজৈর থেকে বাড়ি ফেরার পথে একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে টেনে হিছড়ে নিয়ে যায়, এসময় বাসের চাপায় মোটরসাইকেলটি আগুন লেগে যায়।
বাইক চালককে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসাক মৃত ঘোষণা করেন।
মোস্তাফাপুর হাইওয়ে পুলিশ ফাড়ির অফিসার গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।