সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতের ভুয়া ম্যাজিস্ট্রট পরিচয়ে আটক-৩

হাফিজ সেলিম, কুড়িগ্রাম
Update : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ১১:৫০ পূর্বাহ্ন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে নামে জরিমানা আদায়ের সময়  ৩ জন ভূয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে স্হানীয়রা।জানা গেছে গতকাল সোমবার রাত ৮টার সময় ফুলবাড়ী উপজেলার  ভাঙ্গা মোড় ইউনিয়নের শিমুলতলা বাজারে মোহাম্মদ আশরাফ আলীর চায়ের দোকানে মোটর সাইকেল যোগে উপস্থিত হয়ে নিজেদেরকে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট পরিচয় দেন।

এ সময় তারা দোকান মালিককে ভয়ভীতি দেখিয়ে দোকানে পচা দুর্গন্ধযুক্ত খাবার আছে বলে ভ্রাম্যমান আদালতের নামে ১০ হাজার টাকা জরিমানা করে ৫ হাজার টাকা নগদ আদায় করেন। পর্যায়ক্রমে তাহারা মেয়াদোত্তীর্ণ ঔষধ আছে বলে পার্শ্ববর্তী মজিবুর রহমানের, ঔষধের দোকানে ২০ হাজার টাকা এবং আনিসুর রহমান এর ঔষধ এর দোকানের ১০ হাজার টাকা জরিমানা করে।এক পর্যায়ে স্থানীয় লোকজন সন্দেহবশত তাদেরকে চ্যালেঞ্জ করলে ০২ জন পালিয়ে যায়।
তখন উৎসুক উত্তেজিত  জনতা জেলার  নাগেশ্বরী উপজেলার ভাঙা মোড় মনোকান্দি এলাকার মনির উদ্দিনের পুত্র আব্দুল আজিজ (৩৫) উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মালতি বাড়ী মোল্লা পাড়া গ্রামের শিববাড়ী খালি ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক  আব্দুল আজিজের প্রাইমারি পাশ পুত্র মিঠু মিয়া (৩০) ও উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা ডালিমের পাড় এলাকার নুর মোহাম্মদ এর পুত্র সিরাজুল ইসলাম(২৯)কে আটক করে।

এ সময় কুড়িগ্রাম সবুজ পাড়া মাধব রাম গ্রামের গোলজার হোসেন পুত্র  আব্দুস সালাম ও উলিপুর উপজেলার ধরনী বাড়ি  গ্রামের আবুল কাশেমের পুত্র মোস্তাফিজুর রহমান পালিয়ে যায়।

 অতঃপর ৯৯৯  এর মাধ্যমে ফুলবাড়ী থানা পুলিশ অবগত হয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং উল্লেখিত তিনজন ভুয়া ম্যাজিস্ট্রেটদেরকে হেফাজতে নেন ও তাদের নিকট হতে দুটি মটর সাইকেল,অনলাইন নিউজ প্রোর্টালের ২টি সাংবাদিকতার পরিচয় পত্র ও ৩টি মোবাইল ফোন জব্দ করেন।

প্রাথমিক তদন্তে জানা যায় যে, তাহারা সংঘবদ্ধ পেশাদার প্রতারক দল।  ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান তাদেরকে আজ বিকেলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, ইতিপূর্বে কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় নিজেদেরকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত একইভাবে প্রতারণা করে এসেছে মর্মে বিভিন্ন ক্ষতিগ্রস্ত ব্যক্তি হতে অভিযোগ পাওয়া যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host