গৌতম বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে ৫ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের ভিত্তিতে মধুখালী থানায় একটি মামলা হয়েছে , মামলা নং ১২ তারিখ ১৯ আগস্ট ২০২১খ্রি.
মামলার ৩ ঘণ্টার মধ্যে ধর্ষক একমাত্র আসামী সাগর (২৩) আটক করেছে মধুখালী থানা পুলিশ। শিশুর পিতা বাদী হয়ে একটি মামলা করেছেন।
মামলা সুত্রে জানা গেছে ১৮ আগস্ট বুধবার পৌর সদরের পুর্ব গাড়াখোলা আশ্রয়ন প্রকল্পে বাদীর ৫ বছরের কণ্যাকে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঝালমুড়ির লোভ দেখিয়ে একই ঠিকানার শাকিলের ছেলে সাগর(২৩) নির্জন ঘরের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষন করে। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় মধুখালী সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এ বিষয়ে মধুখালী থানার পরিদর্শক মোঃ শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান রাতে অভিযোগ পেয়েছি । ৩ ঘন্টার মধ্যে সাগরকে গ্রেফতার করেছি। আজ ১৯ আগস্ট বৃহস্পতিবার কোর্টে তাকে সপর্ধ করা হয়েছে।