রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শৈলকুপা রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন সভাপতি আলমগীর অরণ্য , সাধারণ সম্পাদক টিটো মিজান মাদারীপুরে ডাকাত কামাল পহলান ওরফে সিএনজি কামাল (৪৩) আটক নৌকার মাঝি নায়েব আলী জোয়ার্দ্দার বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী শৈলকুপা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাকিল আহম্মেদ এর মতবিনিময় ফরিদপুরের মধুখালীতে পানিতে ডুবে নিখোঁজ ১ জন মাদারীপুর জেলা র কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজ এ অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় সংবর্ধনা হরিণাকুণ্ডুতে এক দশক ধরে অকেজো হয়ে রয়েছে ইউনিয়ন পরিষদ নতুন ভবন ঝিনাইদহ সদরে মাসুম এবং কালীগঞ্জে শিবলী নোমানী চেয়ারম্যান নির্বাচিত রাজৈরে মহিলা মেম্বার ও নারী নেত্রীকে মারধরের অভিযোগ ঝিনাইদহ-১ আসনের উপ নির্বাচনে বাঁধা নেই
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

লালমনিরহাটে প্রধান শিক্ষক অপহরণের ৫ দিন পর উদ্ধার গ্রেপ্তার ২ 

মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধি
Update : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩, ৭:২০ অপরাহ্ন

মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাট জেলায় প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে  গত ০৬/০১/২০২৩ ইং তারিখে সকাল ০৬.৩০ ঘটিকায়  সময় আইন-শৃঙ্খলা বাহিনীর (ডিবি) পরিচয়ে নিজ বাড়ি হতে শিক্ষক নুরুল আমিন কে অপহরণ করেছে। অপহরণ হওয়া প্রধান শিক্ষক লালমনিরহাটের  আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী দোলা পাড়া  সরকারি  প্রাথমিক  বিদ্যালয়ে  প্রধান শিক্ষক হিসাবে কর্মরত। ঐ দিন অনুমান সকাল ০৬.৩০ ঘটিকায়  সময় অজ্ঞাতনামা ১২/১৩ জন লোক একটি কালো  মাইক্রোবাস ও একটি সাদা রঙের প্রাইভেটকার তাদের বাড়ীর সামনে এসে দাঁড়ায়। তাদের মধ্যে একজন বাড়ী মেইন দরজার পাশ দিয়ে দেয়াল টপকে বাড়ীর ভিতরে প্রবেশ করে দরজা খুলে দিলে বাহিরে থাকা অন্যান্যরা বাড়ীতে ঢুকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে প্রথমে ভিকটিমের ভাই রুহুল আমিন এর ঘরে ঢুকে তাকে টেনে হিঁচড়ে  নিয়ে  যেতে থাকে। তখন ভিকটিম নুরুল আমিন ঘর থেকে বের হলে অজ্ঞাতনামা ব্যক্তিরা রুহুলকে ছেড়ে  দিয়ে  ভিকটিম নুরুল আমিনকে ধরে এবং তাকে টেনে হিঁচড়ে দোলা করে নিয়ে যেতে থাকে। এ সময়  বাড়ীতে  থাকা উপস্থিত ভিকটিমের স্ত্রী মাহফুজা বেগম, ভাই রুহুল আমিন এবং অন্যান্যরা তাদের পরিচয়  জানতে চাইলে তারা এসপি অফিসের লোক বলে জানায় । ঐ সময় ভিকটিমের ভাই  রুহুল আমিন (৪০) ও চাচা   আবু  তালেব  (৭০)  সহ  ভিকটিমের ছেলে অজ্ঞাতনামা ব্যক্তিদের পুলিশ আইডি কার্ড দেখতে চায়  এবং ভিকটিমকে নিয়ে যাওয়ার  কারন জিজ্ঞাসা করলে তারা কোন কিছু না বলে এলোপাতাড়ী  মারপিট করে ভিকটিমের চাচা আবু তালেব ও ভাই রুহুল আমিনকে গুরুতর জখম করে এবং ভিকটিমকে জোরপূর্বক গাড়ীতে  উঠিয়ে  আদিতমারী উপজেলা হয়ে  লালমনিরহাটে অভিমুখে অপহরণ করে নিয়ে যায় । এ সংক্রান্তে ভিকটিমের ছেলে বাদী হয়ে আদিতমারী থানায়  অভিযোগ দায়ের  করলে আদিতমারী থানার মামলা নং-০৮, তাং০৭/০১/২০২৩, ধারা- ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩৬৫/১৭০ পেনাল কোড, ১৮৬০ রুজু করা হয়। মামলা রুজু হলে আদিতমারী থানা পুলিশ ভিকটিম উদ্ধারের জন্য ব্যাপক তৎপরতা চালায় । লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এর  নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হকের সহযোগীতায়  দীর্ঘ ০৫ দিন ধরে অনুসন্ধান চালিয়ে আসামীদের অবস্থান সনাক্ত করেন  ।  ১১/০১/২০২৩ ইং তারিখে রাত অনুমান ০৩.৩০ ঘটিকার  সময় পুলিশ সুপার  ও অতিরিক্ত পুলিশ সুপার কর্তৃক গঠিত আদিতমারী থানা পুলিশের একটি চৌকশ টিম সহ অফিসার ইনচার্জ নেতৃত্বে ঢাকার তেজগাঁও থানা এলাকায়  অভিযান চালিয়ে  ভিকটিম কে উদ্ধার করেছেন  এবং অপহরণের সাথে জড়িত   থাকা ০২ জন আসামী   কে গ্রেফতার করে। গ্রেফতার কৃত  আসামী  টাঙ্গাইল জেলার গোপালপুর থানা ভোলার পাড়া গ্রামের মজিবুর রহমানের পুত্র আব্দুল বারী ( ৪৩ ) এবং নেত্রকোনা জেলার পূর্বধলা থানা ভাঙ্গি গ্রামের সিদ্দিকুর রহমানের পুত্র শফিউল আলম কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে । তথ্য অনুসন্ধানে প্রাথমিকভাবে  ধারণা করা হচ্ছে ভিকটিম এবং অপহরণকারীদের মধ্যে পূর্বের টাকা লেনদেন বিষয়  থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host