ওয়াগনার গ্রুপের প্রধান ইভজেনি প্রিগোজিন দাবি করেছেন, তার বাহিনী রাশিয়ার একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণার পর এমন দাবি করলেন তিনি।
এর আগে তিনি বলেছিলেন যে তার বাহিনী ইউক্রেনের পূর্বে রাশিয়ার রোস্তভ অঞ্চলে প্রবেশ করেছে।
প্রসঙ্গত, রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছে ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ। ইউক্রেনীয় বাহিনীর বিপক্ষে লড়াইয়ের পরিবর্তে এখন উল্টো রুশ বাহিনীর জন্যই বড় হুমকি হয়ে উঠেছে তারা।
ইউক্রেন সীমান্তবর্তী অনেক এলাকায় রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে তারা। রাজধানী মস্কোসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভাড়াটে যোদ্ধাদের গ্রুপটির প্রধান ইভজেনি প্রিগোজিন হুমকি দিয়েছেন, রুশ নেতৃত্বকে তারা ক্ষমতাচ্যুত করে ছাড়বে।
শুক্রবার (২৩ জুন) এক অডিওবার্তায় তিনি বলেন, রুশ বাহিনী আমাদের বিভিন্ন সেনা শিবিরের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় আমাদের অনেক সহযোদ্ধা সেনাসদস্যের মৃত্যুও হয়েছে। এ কারণে ওয়াগনারের সর্বোচ্চ নির্বাহী ফোরাম কমান্ডার্স কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে যে, সামরিক নেতৃত্বের হাত থেকে রাশিয়াকে অবশ্যই রক্ষা করতে হবে।
তার এই হুমকির পর রোস্তভের সব বাসিন্দাকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন গভর্নর।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বাসিন্দাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সবকিছুই করছে। আমি সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে সবাইকে ঘর থেকে বাইরে না আসার আহ্বান জানাচ্ছি।