অলোক রায় স্টার রিপোর্টার: মাগুরার মহম্মদপুরে দুর্বৃত্তের ছরিকাঘাতে সঞ্জয় কুমার দে (৩০) নামের এক ব্যক্তিকে আহত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তার পিতার নাম সাধন কুমার দে। স্থানীয়রা জানান, উপজেলা পলাশবাড়ীয়া ইউনিয়নের বল ভদ্রপুর গ্রামের বাসিন্দা ঝামা বাজারের ব্যবসায়ী নান্টু সাহার দোকানের কর্মচারী সঞ্জয় কুমার দে। গত সোমবার রাতে ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে কাজ সেরে বাড়িতে ফেরার পথে পলাশবাড়ীয়া ইউনিয়নের গাজীরমোড় বাজারের উত্তর পাশে ফাঁকা জায়গায় পৌঁছালে পূর্বে ওঁৎ পেতে থাকা মুখ বাধা দুর্বৃত্তরা তাকে গতিরোধ করে এবং ধারালো ছুরি দিয়ে কুপিয়ে আহত করে। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে।এবিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম জানান,এ সংবাদ পাওয়া মাত্র বিট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২টা মোবাইল ফোন উদ্ধার করেছে এবং দুর্বৃত্তদের ব্যবহারের একটি গামছা উদ্ধার করে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।