সনতচক্রবর্ত্তী : ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় পড়ে গিয়ে ফজরন নেছা (৮৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শেখর গ্রামের বাসিন্দা।
শনিবার(১৪.১০২৩) দুপুরের দিকে ওই এলাকার রেলগেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের শেখর গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রশিদ মোল্যার স্ত্রী ফজরন নেছা (৮৫) সকাল ১০ টায় পার্শ্ববর্তী সায়েম শেখের বাড়িতে ধর্মীয় শিক্ষা (তালিম) গ্রহণের উদ্দেশ্যে যান। ফেরার পথে পৌনে ৩টার দিকে ভাটিয়াপাড়া-রাজবাড়িগামী লোকাল ট্রেনের পাদানির সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে যান। তবে রাজবাড়ীস্থ রেলওয়ে থানা পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত নয়। বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। চলন্ত ট্রেনের বাতাসের ধাক্কায় পড়ে গিয়ে ওই মহিলা মারা যান। কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।