পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি : ০৮ আগষ্ট মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরী, মধুখালী উপজেলা, আরো বক্তব্য রাখেন ভূমি কর্মকর্তা শামীম আরা,মধুখালী, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সূরাইয়া সালাম,আরো বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কর্মকর্তা, শহিদুল ইসলাম মধুখালী থানা,এছাড়া উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা আলভীর রহমান,প্রাণী সম্পদ কর্মকর্তা সুদেব কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা ও অন্যান্য ব্যাক্তি বর্গ।