শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – পত্নীতলায় ডেমিয়েন ফাউন্ডেশন আয়োজনে এবং লার্নিং – ৩৬০ এর অর্থায়নে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আরোগ্য লাভকারী কুষ্ট রোগীর পরিবার ও প্রতিবেশীদের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে ও ডেমিয়েন ফাউন্ডেশনের টিএলসিও আসাদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম, ডাঃ মাকসুদ হাসান সিহাম, ডাঃ হাসিবুর রহমান সায়েদ, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, প্রধান শিক্ষক স্বদেশ কুমার মন্ডল, ডেমিয়েন ফাউন্ডেশনের সুজাতা রানী, সিএস হিলারিয়াস সহ অন্যান্যরা। পরে অতিথিবৃন্দ উপস্থিত আরোগ্য লাভকারী কুষ্ট রোগীর পরিবার ও প্রতিবেশী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন।