খুলনা প্রতিনিধি: জলাবদ্ধতা নিরাসন কল্পে খুলনার ডুমুরিয়ার বিল সিংগার স্লুইস গেটের সামনের পলি অপসারণ করার দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খর্ণিয়া বাজারে খর্ণিয়া ও রুদাঘরা ইউনিয়নের সাধারণ কৃষক ও ঘের মালিকদের উদ্যোগে আয়োজিত মানব বন্ধন কর্মসূচী চলাকালে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিংগা বিল ব্যবস্হাপনা কমিটির আহ্বায়ক আব্দুস সবুর গাজী।সভায় বক্তব্যদেন ইউপি সদস্য মোল্যা আবুল কাশেম,মাস্টার খান আল আমিন,খান চঞ্চল আহম্মেদ,শেখ ওহিদুজ্জামান,হাবিবুর রহমান সরদার,রেজোয়ান ফকির,সোহরাব হোসেন জোয়াদ্দার। সভায় আলোচক বৃন্দ আবিলম্বে স্লুইস গেটের সামনের পলি অপসারণ করে জলাবদ্ধতা নিরসন কল্পে স্হানীয় সংসদ সদস্য,প্রসাশন,উপজেলা পরিষদ চেয়ারম্যান,পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করেন।