ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না গ্রামে মোঃ শলোক মিয়া নামে ৬ বছরের এক শিশু বাওড়ের পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে।
শনিবার দুপুর ১২টার দিকে বন্ধুদের সাথে বাওড়ের পানিতে গোসল করতে গিয়ে এই ঘটনা ঘটে। শিশুটি একই গ্রামের মোঃ মাসুদ মিয়ার একমাত্র সন্তান। একমাত্র শিশু পুত্রকে হারিয়ে মাসুদ মিয়া বার বার মুর্ছা যাচ্ছে। স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২টার দিকে মা বাবাকে না জানিয়ে বন্ধুদের সাথে খেলা করতে করতে বাওড়ের পানিতে গোসল করতে আসে শিশুটি। কিছুক্ষন পরে অন্য বন্ধুরা তাকে না পেয়ে খোজাখুজি করতে থাকে তখন সবাই টের পেয়ে গ্রামের লোকজন শিশুটিকে খুজতে বাওড়ের পানিতে নেমে পড়ে। কিছুক্ষন খোজাখুজির পর একজনের পায়ে শিশুটির শরীর স্পর্শ করলে তাকে পানির উপরে তোলার পর অনেক চেষ্টা করেও আর বাঁচানো সম্ভব হয়নি।