অলোক রায় স্টাফ রিপোর্টার: মাগুরার মহম্মদপুর সদর রায়পাড়া নিবাসী সাবেক টিএন টি টেকনিক্যাল ইঞ্জিনিয়ার সৈয়দ নিয়ামুল হক (৬২) হজ্ব করতে গিয়ে ইন্তেকাল করেছেন। নিয়ামুল হকের ছেলে সৈয়দ হামিদুল হক জানান, তার পিতা , মাতা হাসিনা আক্তার কে সঙ্গে নিয়ে গত ৬ জুন সকালে হজ্ব করতে সৌদিতে যান ।
সৌদিতে হজ্ব পালনের সময় সোমবার রাতে তিনি মদিনাতে নামাজ রত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।এক পর্যায়ে অন্য হাজিগণ তাঁকে নিয়ে সৌদি আরব এর কিং ফাহদ ( হাজিদের হসপিটালে ) ভর্তি করেন এবং রাতে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে সাবেক এই টিএনটি টেকনিক্যাল ইঞ্জিনিয়ার সৈয়দ নিয়ামুল হক এর মৃত্যু হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী-এক পুত্র দুই কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে মঙ্গলবার সকালে আটটায় বাংলাদেশী মৃত হাজির জানাযার নামাজ শেষে সৌদি আরব এর জান্নাতুল বাকি কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।